শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      
গ্রামবাংলা
নারীকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় আসামি গ্রেফতার
ওয়াহিদুর রহমান মুরাদ,লক্ষ্মীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৩:২৩ পিএম আপডেট: ২৪.১২.২০২৪ ৩:৩৯ পিএম  (ভিজিটর : ৯০)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে রাশেদ আলম নামে এক যুবক কাঠ দিয়ে তার ফুফাতো বোন শেফালী বেগম ও ভাবনা আক্তারকে মারধর করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাশেদের নামে মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ হাজী বাড়িতে রাশেদ তার ফুফাতো বোনদের পিটিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মাদক সেবনের কারণে রাশেদ অসুস্থ হয়ে পড়ে। তার দাবি, তার মানসিক রোগের সনদ রয়েছে। এছাড়া সে নিজেকে লাহারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতো।

১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, লোকজনের সামনেই এক নারীকে কাঠ দিয়ে মারধর করছে রাশেদ। তাকে উপস্থিত লোকজন আটকানোর চেষ্টা করছিল।

গ্রেফতার রাশেদ সাহাদুল্লাহ হাজী বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। সে মাদকাসক্ত ও মাদক বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া আওয়ামী লীগ বিএনপির লোকজনকে ম্যানেজ করে জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমির মাটি বিক্রি করতো বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ভাবনা আক্তার গণমাধ্যমকে বলেন, ২০০৩ সালে নানার বাড়িতে আমার মা ফাতেমা আক্তার জমি কেনে। ওই জমি রাশেদ অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। সেখানে ঘর করতে গেলে আমিসহ আমার খালাতো বোন শেফালী বাঁধা দেয়। এতে রাশেদ তাদেরকে কাঠ দিয়ে পিটিয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. তফসির বলেন, রাশেদ যুবলীগের কোনো দায়িত্বে ছিল না। কখনো তাকে কোনো প্রোগ্রামেও দেখিনি। এর আগে ছিল কি না তা আমার জানা নেই। রাশেদ মাদকাসক্ত ও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। মাদক সেবনের কারণে কিছুদিন সে অসুস্থ ছিল। জমি দখল ও মাটি লুটসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে সে জড়িত রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজনকে ম্যানেজ করে সে অপকর্মগুলো করে আসছিল।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, রাশেদ খারাপ প্রকৃতির ছেলে। সে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত। এলাকায় তার বিরুদ্ধ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, মারধরের ঘটনায় দুই নারী হাসপাতালে এসে চিকিৎসা নেয়। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এব্যাপারে চেষ্টা করেও রাশেদের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পরে অভিযুক্ত রাশেদকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
    

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
কর্মস্থলে ৭ বছর অনুপস্থিত থেকেও বেতন তুলছেন কর্মচারী
নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি: জামায়াত সেক্রেটারি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝