বলিউডের স্বপ্নের জুটি, সালমান খান ও হৃতিক রোশন, অবশেষে একসঙ্গে কাজ করতে চলেছেন! বহু বছর ধরে দর্শকের অপেক্ষা ছিল এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখার। তবে সিনেমার পর্দায় নয়, তাদের প্রথম যুগলবন্দি হতে চলেছে একটি বড় বাজেটের বিজ্ঞাপনী ছবিতে।
এই প্রকল্পের হাল ধরেছেন আলি আব্বাস জাফর, যিনি ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, এবং ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য পরিচিত। এটি হৃতিকের সঙ্গে তার প্রথম কাজ এবং দীর্ঘদিন পর সলমনের সঙ্গে তার পুনর্মিলন।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপন হলেও একেবারে সিনেমার মতোই অভিজ্ঞতা পাবেন দর্শক। অ্যাকশন, ভিএফএক্স, এবং উচ্চমানের প্রোডাকশনের মাধ্যমে তৈরি করা হবে এই প্রকল্প। মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং হবে, এবং বিদেশের কিছু দৃশ্য ভিএফএক্স-এর মাধ্যমে জোড়া হবে।
সালমান খান ও হৃতিক রোশন দুজনেই বলিউডের ফিটনেস আইকন এবং অ্যাকশন হিরো। তাদের অনুরাগীদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। প্রকল্পটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
শুটিং শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। এই যুগলবন্দি বলিউডের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠবে, তাতে সন্দেহ নেই।
কেকে/এএম