ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হরলুজা (৫০) নামে এক নারীর মাথা কেটে মাটিতে পুতে, দেহটি স্বনাতন ধর্মালম্বীদের অরুরুপ গর্ত খুড়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। দেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। দেহটি আগুনে পোড়ানোর সময় ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে ওই তরুণীর
পোড়া দেহ উদ্ধার করা হয় বলে জানান আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর
ইসলাম।
গ্রেফতার যুবক উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছেন।
আগুনে পোড়ানো হরলুজা বেগম হিরাপুর ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের উত্তর-পূর্ব পাশে হিরাপুর কলোনীতে হত্যাকারীর পরিত্যক্ত জায়গায় ভ্রাম্যমান বসবাসরত মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এনামুল ও রোমান মিয়ার বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে তারা চুরি যাওয়া রাজহাঁস খুঁজতে যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূুইয়ার বাড়িতে যান। সেখানে তারা ভাঙা ও পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন এবং পোড়া গন্ধ পান। এ সময় ওই ঘরের পাশে উপস্থিত থাকা যুবলীগ নেতার ছেলে রনি জানায়, সে শুকনো পাতায় আগুন দিয়েছে। তবে এনামুল ও রোমান তার কথায় বিশ্বাস না করে ঘরে ঢুকে ভেতরে কী হচ্ছে দেখতে চাইলে রনি তাদের বাঁধা দেয় এবং মারধরের হুমকি দেয়। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে তারা দুই ভাই কিছু সময়ের মধ্যেই গ্রামের আরও কয়েকজনকে নিয়ে গর্তের মধ্যে মানবদেহ পুড়তে দেখে চমকে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) ছমিউদ্দিন জানান, মাথা বিহীন দেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। আসামীকে জিজ্ঞাসাবাদের পর পরিচয় শনাক্ত হয়েছে। আসামীর দেওয়া জবানবন্দির ভিত্তিতে মাটিতে পুতে রাখা মাথা ও হত্যার অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কেকে/এএম