চাঁদপুরের শাহরাস্তি-কচুয়া উপজেলায় প্রফুল্ল বাংলাদেশ এর উদ্যোগে প্রফুল্ল স্কলারশিপ এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয় বিদ্যালয় ও রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়ে পৃথক ৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় কচুয়া উপজেলা ও শাহরাস্তি উপজেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৮ম শ্রেণির প্রায় ১৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের বিষয়ের উপর মূল্যায়নের সম্মুখীন হয়। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১লা ফেব্রুয়ারি। যা প্রফুল্ল স্কলারশিপ এসোসিয়েশন এর ওয়েবসাইটে এবং শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
কেকে/এইচএস