কুষ্টিয়ার পদ্মা নদীতে মাছ ধরার সময় শরীফুল ইসলাম নামে এক জেলের জালে উঠে এসেছে প্রায় ১০ ফুট লম্বা একটি কুমির।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া বালি ঘাট এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ নিয়ে অন্য জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলে শরীফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো সকালে পদ্মা নদীতে মাছ ধরার জন্য কটের জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় অনেক ভারী ভারী লাগছিল। এরপর বড় বাগাড় মাছ মনে করে জাল কাছে আনার পর দেখতে পাই কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেয়েছি এরপর কৌশলে ৭ থেকে ৮ জন জাল টেনে নদীর পাড়ে আনি।
আরেক জেলে রিপন জানান, কুমিরটি মাঝে মধ্যেই পাড়ে দেখা যেতো। এ নিয়ে স্থানীয়রা আতঙ্কেও ছিলেন। তবে কুমিরটি তুলতে গিয়ে আমাদের জাল ছিড়ে গিয়েছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। বন বিভাগের কর্মকর্তার কাছে ক্ষতিপূরণ দাবি করেছি।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, বেলা ১টার দিকে জেলেদের কাছ থেকে কুমিরের বিষয়ে জানতে পেরে বন বিভাগকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসি। পরে বনবিভাগ কুমিরটি তাদের হেফাজতে নেয়। কুমিরটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। তবে কুমিরটি শান্ত স্বভাবের, আক্রমণাত্মক নয়।
বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, কুমিরটি লম্বায় ১০ ফুটের উপরে ও ৩ ফুটের উপরে চওড়া। উদ্ধার হওয়া কুমিরটি আমাদের হেফাজতে আছে। যেহেতু কুমিরটির বসবাস পদ্মা নদীতে, তাই রাতে গভীর নদীতে অবমুক্ত করা হবে।
কেকে/এমআই