ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনি কোনো রাজনৈতিক উপদেষ্টা হতে চান না। তার মতে, সবার যে আসন নিতে হবে কিংবা রাজনৈতিক জায়গা তৈরি করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি সেই আসন চাই না। কারণ, তাহলে তো আমি প্রাণ খুলে কথা বলতে পারবো না। দেশের নাগরিক হিসেবে কোনো সমস্যা হলে যে পয়েন্টগুলো ধরে কথা বলার কথা, আমি আসনে বসলে সেই কথাগুলো বলতে পারবো না। সো আমি না হয় কথা বলার লোকই থাকি, কাজের জন্য তো বড় বড় লোক তো আছেই।
এছাড়া, রাজনীতি নিয়ে নিজের অবস্থান জানিয়ে সাদিয়া বলেন, রাজনীতি আমি বুঝি না। আন্দোলনের সময় অনেক স্টাডি করেছি এবং সবসময় এসব জানার চেষ্টা করেছি। ‘ল’ পড়ার সময় ক্রাইম বই ও কেইসগুলো স্টাডি করতেও তিনি আগ্রহী ছিলেন বলে জানান সাদিয়া।
উল্লেখ্য, সাদিয়া আয়মান টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য বিশেষ প্রশংসিত হন এবং বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন।
কেকে/এএম