ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মঙ্গলবার) বেলা ১১ টার দিকে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে মাহী এন্টারপ্রাইজকে ৫ লাখ, স্বর্ণ ব্রিকসকে ৫ লাখ, সততা ব্রিকস-৪ কে ৫ লাখ, সততা ব্রিকস-৫ কে ৫ লাখ, হিরু এন্টারপ্রাইজকে ৭ লাখ, সোহাগ ব্রিকসকে ৭ লাখ ও একে ব্রিকসকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে সততা ব্রিকস-৪ ও সততা ব্রিকস-৫ এর চিমনি ভেঙে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম বলেন, আমরা মাহি ব্রিকসে অভিযানের মাধ্যমে আজ অভিযান শুরু করি। সারাদিন ধামরাই উপজেলার বিভিন্ন ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নামঞ্জুর হয়েছে, জিগজ্যাগ চিমনি ব্যবহার করছে না, নির্দেশনা মোতাবেক বর্তমান প্রযুক্তি ব্যবহার করছেনা, বিভিন্ন অসংগতি রয়েছে এমন ইটভাটার বিরুদ্ধে নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এমআই