ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিল ছাত্ররা
মো. সাইফুল ইসলাম, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:০৫ এএম আপডেট: ২৫.১২.২০২৪ ১২:০৩ পিএম (ভিজিটর : ২৪৩)
ছবি: গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ শফিক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তার স্ত্রী উম্মে হালিমা বলেন, 'মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কিছু লোকজন আমাদের বাসা ঘিরে ফেলে। নানা নাটকীয়তার পর রাত আড়াইটার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে কি কারণে গ্রেফতার করা হলো তা আমি জানি না। তিনি শারীরিকভাবে অসুস্থ। গত এক বছর ধরে ব্রেন স্ট্রোক করে রীতিমতো শয্যাশায়ী'।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, 'রাত বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তাকে আমাদের হাতে তুলে দেওয়া হয়। আমরা তাকে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসি। সকালে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে'।
বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, 'তাকে আমাদের থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে। তাকে কোন মামলা আটক করা হল তা পরে জানাতে পারব'।
কেকে/এআর