নারায়ণগন্জ সোনারগাঁয়ে সাদপস্ত্রীদের বর্বরোচিত হত্যাকান্ড ও হামলার প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা ওলামা ঐক্যপরিষদের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে মারীখালি সেতু হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উলামা, মাশায়েখ, ইমাম, তাবলীগের সাথী, তৌহিদী জনতা এবং ছাত্ররা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সোনারগাঁ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে অংশ নেন, মুফতী সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা ওবায়দুল কাদের নদভী, মাওলানা কামাল হোসেন, মুফতি সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদী, মুফতি আনিছুর রহমান, নুর মোহাম্মদ খান, ডাঃ আলী হোসেন, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আহমদ আলী, মাওলানা উবায়দুল্লাহ মাযাহেরী, মাওলানা শামীম প্রমূখ।
বক্তারা বলেন, সাদপন্থীদের বর্বরোচিত এই অমানবিক ও জঘন্য কার্যক্রম শুধু ইসলাম নয়, মানবতার জন্যও হুমকি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সারা বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানাই।সাদপন্থী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
কেকে/এআর