সোমবার, ২০ জানুয়ারি ২০২৫,
৭ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু আজ      আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প      গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং: বিশ্ব স্বাস্থ্য সংস্থা      জামিনে বের হয়ে সাক্ষীসহ ৫ জনকে কোপাল হত্যা মামলার আসামি      দিল্লি এখন আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়      অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনামূলক সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের      মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে      
গ্রামবাংলা
গোদাগাড়ীতে ১০ সার্ভেয়ার অবরুদ্ধ, মুচলেকা দিয়ে মুক্তি
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী)
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৩:২১ পিএম  (ভিজিটর : ১৭১)
১০ জন সার্ভেয়ারকে অবরুদ্ধ রাখার দৃশ্য। ছবি: প্রতিনিধি

১০ জন সার্ভেয়ারকে অবরুদ্ধ রাখার দৃশ্য। ছবি: প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর-আষাড়িয়াদহ ইউনিয়নে বিআরএস রেকর্ডের জন্য জমি জরিপ করতে গেলে অবরুদ্ধ রাখা হয় ১০ জন সার্ভেয়ারকে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ মোড় এলাকার লোকজন তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

মুক্তির আগে সার্ভেয়ারদের নিকট থেকে লিখিত মুচলেকা নেন এলাকাবাসী। তাতে এই চরে ওই সার্ভেয়াররা আর কখনো জরিপে যাবেন না মর্মে মুচলেকা দেন।

জানা গেছে, পদ্মানদীর ওপারে ভারতীয় সীমান্ত লাগোয়া এই ইউনিয়নের দুটি মৌজায় এর আগে ২০০৯ সালে বিআরএস রেকর্ডের জরিপ কার্যক্রম পরিচালিত হয়। তখন অনেকের জমি প্রভাবশালীদের নামে রেকর্ড হয়ে যায়।

ইউনিয়নবাসীর অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র অসাধু সার্ভেয়ারদের ঘুষ দিয়ে অন্যের অনেক জমি নিজেদের নামে করে নিয়েছেন। খতিয়ানে তারা খাস জমিরও মালিক হয়ে গেছেন। কিছুদিন ধরে ওই একই চক্র ইউনিয়নের বাকি এলাকায় বিআরএস রেকর্ড করার জন্য তৎপর হয়ে উঠেছিলেন।

দিয়ারা সেটেলমেন্ট অপারেশন রাজশাহীর চার্জ অফিসারের ওই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ডিসেম্বর থেকে বিআরএস রেকর্ডের জন্য দিয়ারা জরিপ শুরু হবে। এতে উদ্বিগ্ন হয়ে ওঠেন চরবাসী। এই জরিপ না করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেন। তাতে সাড়া না পাওয়া গেলে ১০ ডিসেম্বর সকাল থেকে তারা ইউপি মোড়ে অবস্থান নেন। ফলে সেদিন কেউ জরিপ করতে যাননি। তবে হঠাৎ মঙ্গলবার জরিপের জন্য দিয়ারা অপারেশনের সার্ভেয়ার-কর্মচারী মিলিয়ে ১০ জন যান চরে।

এরপর সার্ভেয়ারদের ইউপি মোড়ে আটকে রাখেন কয়েকশো মানুষ। খবর পেয়ে ছুটে যান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলাও। তখন স্থানীয়রা চেয়ারম্যানের ওপরেও চড়াও হন। তারা বলেন, ‘ঘুষ-দুর্নীতির ফাঁদ’ এই জরিপ বন্ধ করতে না পারলে চেয়ারম্যানকেই পদত্যাগ করতে হবে। পরিস্থিতি বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান ইউএনওকে ফোন দেন।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলা বলেন, ‘কয়েকদিন আগে ইউএনও আবুল হায়াত আমাকে ফোন করে বলেন যে, দিয়ারা সেটেলমেন্ট অপারেশনের সার্ভেয়াররা জমি জরিপ করতে যাবেন। আমি তখন বলি, চরের মানুষ এটা চায় না। ইউএনও আমাকে বলেন, ওরা যেতে চায় যাক। তারপর দেখা যাবে। আজ সার্ভেয়াররা এলে তারা তাকে অবরুদ্ধ করে রাখেন। বাধ্য হয়ে আমি ইউএনওকে ফোন করলে তিনি পুলিশ-বিজিবিকে পাঠিয়ে সার্ভেয়ারদের উদ্ধারের ব্যবস্থা করেন। তারা একটা মুচলেকা দিয়েছেন যে চরে আর কখনও জরিপ করতে আসবেন না। এই মুচলেকা জনগণের কাছেই আছে।’

এব্যাপারে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, ‘চরের মানুষ যে জরিপের ব্যাপারে এত ক্ষুব্ধ তা আমি জানতাম না। আমাকে দিয়ারা সেটেলমেন্ট থেকে জানায় যে তারা জরিপ করতে যাবেন। আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছিলাম। কিন্তু তারা গেলে জনগণ অবরুদ্ধ করে রাখেন। আমি বলে দিয়েছি, জনগণ যেহেতু চায় না, এই জরিপ হবে না। ঢাকায় এটা জানিয়ে দিয়েছি।’

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

' জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে '
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু আজ
আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
বাড়িঘরে হামলার ঘটনায় সালথায় বিএনপি নেতা নাসিরকে বহিস্কার
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বাধিক পঠিত

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু
রায়পুরায় ট্রেনের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী নিহত
চাটখিলে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ
আওয়ামী লীগ নেতার দখলে থাকা এগারো বিঘা জমি ২০ বছর পর উদ্ধার
টঙ্গীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝