গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৬৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত প্রাক্তন ও বর্তমান ছাত্রী ও শিক্ষিকদের সমন্বয়ে আমরা আমরাই গ্রুপের আয়োজনে প্রথম পুনর্মিলনী ২০২৪ হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে সাড়ম্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ জিন্নাতুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির তুহিন সহ আরো অনেকে।
কেকে/এআর