সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় জুলাই বিপ্লবে রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করায় ১৩ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বড় গোঁজা সলঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জুলাই বিপ্লবীদের সম্মাননা-সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের জীবনের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণে অব্যক্ত অনুভূতি প্রকাশ করেন।
এসময় ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সলঙ্গা থানা বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ডিআইজি (অবঃ) খান সাঈদ হাসান জ্যোতি।
এসময় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আলীম শেখ, সলঙ্গা ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা চৌধুরী, সলঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মো. রফিকুল ইসলাম, সলঙ্গা যুবদলের সাবেক আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, সলঙ্গা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উল্লাপাড়া উপজেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হান্নান অভি,বড়হর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সলঙ্গা ডিগ্রি কলেজের সদস্য সচিব কাবলু মিয়া, রায়গঞ্জ উপজেলা সিনিয়ার আহ্বায়ক রাহাদ আফরাদী, সলঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের দলের সভাপতি নূরনবী সিকদার, সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান, সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সিয়াম সরকার প্রমুখ।
জুলাই বিপ্লবে সাহসী যোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন, সলঙ্গা ইউনিয়নের সোহাগ বাবু, আমিনুল ইসলাম, নূরনবী, সুজন, হাটিকুমরুল ইউনিয়নের মেহেদী হাসান আমজাদ, জুবায়ের হোসেন, হিরা সরকার, মনিরুল ইসলাম মনির, সায়েম, ঘুড়কা ইউনিয়নের আবুল হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের মেহেদী হাসান, আশরাফুল ইসলাম।
কেকে/এমআই