সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় ১৩ বাংলাদেশি নাগরিক আটকের কথা স্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিএসএফ-৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমানের আলোচনায় তাদের আটকের বিষয়টি নিশ্চিত হয়।
হাফিজুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে গত ২৩ ডিসেম্বর রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। পরে তাদেরকে ডাউকি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ তাকে জানিয়েছে।
শেষ পর্যন্ত তাদের কী করা হয়েছে সে ব্যাপারে বিজিবিকে জানাতে পারেনি বিএসএফ।
এদিকে একাধিক সূত্রে জানা গেছে, ভারতে আটক ১৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর ও ৪ জন গোয়াইনঘাটের বাসিন্দা।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজীব (১৯), বিলাল হোসেনের ছেলে রুহুল (২০), ও ইলালের ছেলে আরিফ (১৯), গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক (১৯), একই গ্রামের আবদুল্লাহ’র ছেলে রনি (১৯) ও বশিরের ছেলে সোহাগ (১৯), দুলতিপুরের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল (২৫), এছাড়া গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ূব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম (১৯) ও তামাবিলের মতিনের ছেলে নয়ন (১৯)।
কেকে/এমআই