ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেন, পৃথিবীজুড়ে বিচ্ছেদের সব দেয়াল এখন ভেঙে ফেলার সময় হওয়া উচিত।
বুধবার (২৫ ডিসেম্বর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের সামনে বড়দিনের ভাষণে খ্রিস্টান ধরমগুরু এ কথা বলেন।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক হয়ে ওঠা পোপ যুদ্ধবিরতির সঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
গত সপ্তাহেও ইসরায়েলি নিষ্ঠুরতার নিন্দা করায় ইহুদিবাদি সরকারের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পড়তে হয় তাকে। পোপ বলেন, আমরা যুদ্ধের কথা ভাবি, মেশিনগানে নিহত শিশুদের কথা ভাবি, স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা ভাবি।
তিনি গাজা পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর অভিহিত করে 'সংলাপ ও শান্তির দরজা খুলে দেওয়ার' আহ্বান জানান।
আল-আকসায় তাণ্ডবের জবাবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে। তেদের বেশিরভাগই বেসামরিক। ২৫০ জনেরও বেশি জিম্মিকে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।
এরপর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যামূলক তাণ্ডবে ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি এমন তাণ্ডব প্রায় পুরো জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করেছে এবং শহরের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
পোপ ফ্রান্সিস ক্রিসমাস বার্তায় দুই বছর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার আহ্বান জানিয়েছেন। ভাষণে তিনি সরাসরি ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করেন এবং 'আলোচনার দরজা খোলার জন্য প্রয়োজনীয় সাহস' দেখানর আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্ত্রের শব্দ বন্ধ হয়ে যাক।
অপরদিকে, লেবানন, মালি, মোজাম্বিক, হাইতি, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়ার মতো জায়গায় রাজনৈতিক, সামাজিক বা সামরিক সংঘাতের অবসানেরও আহ্বান জানিয়েছেন পোপ।
তিনি ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের মধ্যে ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্ত প্রাচীর অপসারণের জন্য 'পারস্পরিক সম্মত সমাধান' করার আহ্বান জানান।
কেকে/এইচএস