পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন মোল্লাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া একটার দিকে চাঁদভা বাজার বিএনপি অফিসের গলির মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় তার স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে আহত আলাউদ্দিন মোল্লার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চাঁদভা ইউনিয়নের বাচামারা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন মোল্লা শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে চাঁদভা বাজার মসজিদে যাচ্ছিলেন। এসময় চাঁদভা বাজারে বিএনপি অফিসের সামনে গলির মধ্যে ওঁৎ পেতে থাকা ১৫-২০জন আলাউদ্দিন মোল্লার চলার পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে তারা অস্ত্র উচিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় আলাউদ্দিন মোল্লা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা শিমলা ক্লিনিকে স্থানান্তর করেন। বর্তমানে আলাউদ্দিন মোল্লা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
আহত আলাউদ্দিন মোল্লা বলেন, পূর্ব শক্রতার জেরে আমার উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবার ব্যাপক নিরাপত্তা হীনতায় ভুগছি।
কেকে/এমআই