গাইবান্ধা জেলার চন্দিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোমিনুর রহমান ওরফে মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলের প্রভাব খাটিয়ে দুটি গোডাউন জমিসহ দখল করে নেওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাহিন উদ্দিন বোরহান।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী যুব দল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহিন উদ্দিন বোরহান বলেন, ‘চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোমিনুর রহমার মমিন ওরফে মনিরুজ্জামান মমিন, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের সহায়তায় ২০১৯ সালে বিক্রিত জমি গোডাউনসহ দখল করেন। মমিন ও তার ভাই মিলন ২০১৯ সালে আমার দুই চাচা আব্দুল ওয়াহাব ও আবু রায়হানের কাছে জমি বিক্রয় করেন। বিগত ৫ বছর ধরে আমার দুই চাচা সেই জমিতে গোডাউন ঘর উঠিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে আসছিলো। অভিযুক্ত মমিন বিভিন্ন সময়ে বিক্রিত জমির উপর চাঁদা দাবি করতো। সর্বশেষ, বিক্রিত জমির উপর ৫ লক্ষ টাকা দাবি করে। টাকা না পেয়ে গত ২৯ নভেম্বর লাঠি, রামদা, হকিস্টিকসহ অতর্কিত হামলা চালিয়ে গোডাইনে রক্ষিত মালামাল লুটপাট করে এবং গোডাইন ঘর দখলে নিয়ে নেয়।’
তিনি জানান, গোডাউন ঘর দখলের সময় তার এক বোনকে রামদার কোপে মাথায় জখম করা হয়। এই হামলার নেতৃত্ব দেয় চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিন নিজেই। লোকবল যোগান দেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপি কর্মী জিয়া, চন্ডিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন, যুবদল কর্মী সোহেল, ৭ নং ওয়ার্ড যুবদল নেতা ফয়ঘার। এ ঘটনার সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে বলেও জানান ভুক্তভোগী মাহিন।
তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। গত ২২ ডিসেম্বর মমিন জামিন নিতে আদালতে গেলে, আদালত জামিন না মঞ্জুর করে মমিনকে জেলে পাঠায়।
তিনি আরও জানান, মমিন জেলে যাওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত আমার পরিবারকে হুমকি দিচ্ছিল- হাত, পা কেটে দিবে।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপির হাই কমান্ডের কাছে গোডাউন দুটি ফিরিয়ে দেওয়ার এবং মমিনের বিরদ্ধে দলীয় ব্যাবস্থা গ্রহণের আবেদন জানান।
কেকে/এমআই