চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। আটক স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এনং মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় বিজিবির বিশেষ একটি দল অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪ টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তিকে স্টেশনে ঘোরাফেরা করতে দেখলে বিজিবি তাদের গতিরোধ করে। পরবর্তীতে পলানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের শরীরে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে আটককৃত আসামীদের থানায় হস্তান্তর করেছেন। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এমআই