শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে দুই গ্রুপের আধিপত্য, ১৪৪ ধারা জারি       
খেলাধুলা
মাশরাফি–সাকিব কি খেলবেন এবারের বিপিএলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭ এএম  (ভিজিটর : ১১১)
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের প্রেক্ষাপটে ২০১২ সাল থেকে শুরু বিপিএলের সবচেয়ে বড় মুখ বলতে হবে দেশের দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে। একটা সময় তো মাশরাফির দলের চ্যাম্পিয়ন হওয়াটা নিয়মই হয়ে গিয়েছিল।

প্রথম পাঁচটি বিপিএলের চারটিতে ট্রফি হাতে নিয়েছেন অধিনায়ক মাশরাফি। সাকিব চ্যাম্পিয়ন দলে ছিলেন দুবার। টুর্নামেন্ট–সেরা হয়েছেন চারবার। ব্যক্তিগত পারফরম্যান্স আর বিতর্ক–আলোচনা মিলিয়ে সাকিব–মাশরাফিকে বলা যায় বিপিএলের অন্যতম চৌম্বক শক্তি।

ক্রিকেটার পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে মাশরাফি–সাকিবের রাজনৈতিক পরিচয়। দুজনই ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য।

বিপিএল এবার এই দুই তারকা ক্রিকেটারকে তাই ভীষণভাবেই মিস করবে। টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে যাঁরা এর ছায়াসঙ্গী, ৩০ ডিসেম্বর থেকে শুরু একাদশ বিপিএলটা হতে যাচ্ছে সম্ভবত তাঁদের ছাড়াই।

‘সম্ভবত’ শব্দটা জুড়ে দেওয়া মূলত ঝুঁকিমুক্ত থাকতে। যদি অলৌকিকভাবে এই বিপিএলটাও খেলে ফেলেন সাকিব–মাশরাফি! তবে বাস্তবতা হলো, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুজনের কারোই খেলার সম্ভাবনা নেই আসন্ন বিপিএলে।
 
ক্রিকেটার পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে তাঁদের রাজনৈতিক পরিচয়। মাশরাফি, সাকিব ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দুজনই ব্রাত্য হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটে। হত্যা ও নাশকতার মামলায় জড়িয়েছে তাঁদের নাম।
 
মাশরাফি তবু দেশে আছেন বলে জানা যায়, সাকিব তো আসতেই পারছেন না। নিরাপত্তার কারণে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি, খেলেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। বিসিবির পক্ষ থেকে তাঁদের কারোই বিপিএলে খেলতে বাধা নেই। এ–ও বলা হচ্ছে, বিপিএলে খেলা বা না খেলাটা সাকিব–মাশরাফির ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে বর্তমান পরিস্থিতিতে বিপিএলের পরিবেশ তাঁদের খেলার অনুকূলে থাকার কোনো কারণ নেই।

সিলেট স্ট্রাইকার্স দলে থাকা মাশরাফি তো দীর্ঘদিন ধরে খেলা–অনুশীলন–ফিটনেস ট্রেনিং, কিছুর মধ্যেই নেই। এবার চিটাগং কিংসে থাকা সাকিব বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আছেন বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায়। ইংলিশ কাউন্টিতে অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ২ ডিসেম্বর বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটিতে দেওয়া পরীক্ষায় তাঁর অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে।

সর্বশেষ ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। রিপোর্ট পাওয়ার কথা দু–এক দিনের মধ্যে।

বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা যদি থেকেও যায়, সাকিব চাইলে বিপিএলে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেও সে চিন্তা করেন বলে মনে হয় না। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী অবশ্য এখনই আশা ছাড়ছেন না। আজ মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেছেন, ‘আমরা আশাবাদী সাকিবকে পাব। তাঁর খেলার সম্ভাবনা এখনো ফিফটি–ফিফটি বলব আমি।’ এ নিয়ে কথা বলতে সাকিব–মাশরাফির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁদের।

সাকিব–মাশরাফিকে ছাড়াই অবশ্য একাদশ বিপিএলের জন্য প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলনে মাঠে নামছে দলগুলো। আসতে শুরু করছেন বিদেশি ক্রিকেটাররাও। ফরচুন বরিশাল যেমন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামীকাল রাতে ঢাকা নামছেন তাঁদের দলের আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  সাকিব আল হাসান   মাশরাফি বিন মুর্তজা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাষাণ পিতা নির্মমভাবে হত্যা করল শিশুপুত্রকে!
হাতীবান্ধায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
দশমিনায় সমলয় পদ্ধতিতে বোরো চাষ বাড়ছে
৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার
ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা
৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝