সোমবার, ১০ মার্চ ২০২৫,
২৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ১০ মার্চ ২০২৫
শিরোনাম: রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান      ভলকার তুর্কের মন্তব্যে যা জানালো সেনাবাহিনী      পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম      বনানীতে পোশাক শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক      ধর্ষণের প্রতিবাদে নারীদের একটি করে খুনের অনুমতি দাবি      ধর্ষকদের জন্য ইসলামে যে শাস্তির বিধান      অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ নির্দেশনা      
গ্রামবাংলা
লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় ৪ জন আটক
কৌশিক দাশ (বান্দরবান )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ পিএম আপডেট: ২৬.১২.২০২৪ ১২:২৬ পিএম  (ভিজিটর : ১৯০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামায় দুর্বৃত্তের আগুনে ১৭টি বসতঘর পড়ার ঘটনায় ৪ জনকে আটক করেছে নামা থানার পুলিশ।

বান্দরবানের লামায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়েছে পাহাড়ী পল্লীর ১৭টি বসতঘর। মঙ্গলবার(২৫ ডিসেম্বর) দিবাগত রাতে পাড়াবাসী পাশের টংগঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষে গীর্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

এদিকে অগ্নিকান্ডের পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে একজন ব্যক্তি লামা থানায় ৭জনের নামে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরে রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে মামলার আসামীদের মধ্যে ৪জনকে আটক করে লামা থানায় নিয়ে আসে এবং তাদের আদালতে প্রেরণের কাজ শুরু করে, আসামীদের মধ্যে একজন বাঙ্গালী ও ৩জন ত্রিপুরা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো.এনামুল হক জানান, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার গঙ্গাং মনি ত্রিপুরা (৭২) নামে একজন ব্যক্তি মামলা দায়ের করার পর পুলিশ ৪আসামীকে আটক করে। আসামীরা হলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), টংগঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ায় বাসিন্দা মো.ইব্রাহিম (৬৫)।

বান্দরবান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, বান্দরবানের লামায় দুর্বৃত্তের আগুনে ১৭টি ঘর পুড়ে যাওয়ার পর মামলা দায়ের হয় আর তাৎক্ষনিক পুলিশ অভিযান শুরু করে ৪জনকে আটক করেছে এবং বাকী আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চলছে তবে ত্রিপুরা সম্প্রদায়ের কয়েক পরিবার নতুনভাবে বসতী করে ওই এলাকায় বসবাস শুরু করায় ত্রিপুরাদের সাথে ত্রিপুরাদের দন্ধে এই ঘটনার জন্ম হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)সকালে ঘটনাস্থল পরিদর্শনের জন্য বান্দরবান সদর থেকে সড়কপথে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার উদ্যোশে রওনা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে লামা সদরে যাওয়ায় কথা রয়েছে।

প্রসঙ্গত, গত তিন মাস পূর্বে লামা উপজেলা ও পাশের আলীকদম উপজেলা থেকে ১৯টি ত্রিপুরা পরিবার উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় বসতি শুরু করেন। বড়দিন উপলক্ষে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এসব পরিবারের লোকজন পাশের টংগঝিরি পাড়ার গীর্জায় প্রার্থনা করতে যায়, এই ফাঁকে দুর্বৃত্তরা পাড়ার কাঁচাঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়, এতে ১৭টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে এই ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
তাড়াশে হস্তান্তরের আগেই প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে ফাটল
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় রিজুর উদ্বেগ

সর্বাধিক পঠিত

পত্নীতলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আনোয়ারায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
গাজীপুরে বিএনপির উদ্যোগে মাসব্যপী গণইফতারের আয়োজন
টিসিবির কার্ড বিতরণে নেতার মৃত্যু, বিএনপির সভাপতিসহ স্থায়ী বহিষ্কার ৩
পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close