শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      
গ্রামবাংলা
গ্রাম পুলিশের চাকরি করে বাংলায় অনার্স পাস করেন মামুন
ইফতেখার আহাম্মেদ, পাটগ্রাম(লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ পিএম  (ভিজিটর : ৫০০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের জীবন সংগ্রামের এক অদম্য মেধাবী যুবক মামুন ইসলাম (২৫)। তার মা ছকিনা খাতুন গৃহিণী ও বাবা পানাউল্লাহ একজন বর্গা চাষী। তাদের বসতবাড়ি ছাড়া অন্য কোন জায়গা-জমি নেই। সংসারে অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। চার ভাই বোনের মধ্যে দ্বিতীয় মামুন। দুই বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই মারুফ ইসলাম চলতি বছর উচ্চমাধ্যমিক পাশ করেছে।  

মামুন ২০১৪ সালে স্থানীয় কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৪.৬৯ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় ব্যবসা শাখা থেকে ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন। টাকার অভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেননি। এরপর রংপুরের কারমাইকেল কলেজে ফিন্যান্সে ভর্তি হন। সংসারের অভাবের কারণে সেখানে লেখাপড়া শেষ করতে পারেনি। এক বছর পরে ওই কলেজের ভর্তি বাতিল করে নিজ এলাকায় পাটগ্রাম সরকারি কলেজে বাংলায় অনার্সে ভর্তি হন। সেখান থেকে অনার্স পাশ করেন।

সংসারের হাল ধরতে অনার্স অধ্যয়নরত অবস্থায় চাকরি নেন গ্রাম পুলিশের (চৌকিদার)।

গ্রাম পুলিশের চাকরির পাশাপাশি পড়ালেখা ও বাবার বর্গা জমিতে কাজে সহযোগিতা করেন। এখন সে রংপুরের কারমাইকেল কলেজে বাংলায় মাস্টার্সে অধ্যায়নরত।
 
এ বিষয়ে মামুন ইসলাম বলেন, অনার্স চতুর্থ বর্ষে অধ্যায়নরত অবস্থায় আমার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি গ্রামপুলিশে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আমি সেখানে আবেদন করি এবং পরীক্ষা দেই। ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করি। তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান স্যার আমাকে জিজ্ঞেস করে এই চাকরি হলে করবো কিনা? আমি স্যারকে জানাই চাকরি হলে অবশ্যই করবো। পরে চাকরি হয়েছে, আর আমি সকল পেশা ও কাজকে সম্মান-শ্রদ্ধা করি। কোন কাজকে ছোট করে দেখি না। সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই।

মামুনের বাবা পানাউল্লাহ বলেন, আমার অভাবী সংসারে ছেলের গ্রাম পুলিশের চাকরি হয়েছে এতে আমি অনেক খুশি। আল্লাহর রহমতে তার চাকরি দিয়ে সংসার ভালোই চলছে।

এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গ্রামপুলিশ মামুন ইসলাম খুবই মেধাবী। সে সৎ ও নিষ্ঠাবান। এজন্য আমরা সকলেই তাকে খুবই পছন্দ করি।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
কর্মস্থলে ৭ বছর অনুপস্থিত থেকেও বেতন তুলছেন কর্মচারী
নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি: জামায়াত সেক্রেটারি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝