গাজীপুরের টঙ্গীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শীলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন (১৫) টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে। আটক ট্রাক চালক ফেনী জেলা সদরের সুন্দরপুর গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে একরামুল হক (৩৮)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকাল ৯ টার দিকে নয়ন মোটরসাইকেল যোগে মাজুখানের দিকে যাচ্ছিলেন। এ সময় সিলমুন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের (নং ঢাকা মেট্রো -ট-১৮-১৩৭০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর জখম প্রাপ্ত হন নয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও গাড়িসহ চালককে আটক করেন।
এঘটনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেকে/এআর