রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের ওপর হামলাকারী ও হত্যা মামলার আসামীদের মাটি কাটা, জুলুম অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারৈল বিরাবো এলাকার হাজারো নারী ও পুরুষ এ প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন- তারৈল এলাকার বাসিন্দা ভুক্তভোগী গোলজার হোসেন, সোহেল পাঠান, শ্যামলী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত হাসান।
বক্তারা বলেন, বিগত ১৬ বছরে কাঞ্চন পৌরসভার সাবেক প্যানেল মেয়র পনির ও তার পিতা আলীমদ্দিন এলাকার আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে আধিপত্য বিস্তার, জবর দখল করে মাটি বিক্রি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বাণিজ্যসহ পিকনিক ট্রলারে ডাকাতি করে রাজিব নামের এক যাত্রী হত্যাসহ নানাভাবে অবৈধ কর্মকান্ড চালিয়ে দরিদ্র পরিবার এক সময়ে কোটিপতি বনে যায়।
গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রিন ইউনিভার্সিটিতে অস্ত্রসহ হামলা করে ছাত্রদের আহত করে। কিন্তু সেই পনির বাহীনি এলাকায় আবার অত্যাচার শুরু করে দিয়েছে। তাই অবিলম্বে তাদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন বিক্ষুদ্ধরা।
কেকে/এআর