রাজবাড়ী জেলার অন্যতম অরাজনৈতিক সামাজিক সংগঠন 'আলোর দিশারী বন্ধু সংঘের' ২০২৫-২৬ ইং বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাবু মোল্লা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠন করা কমিটি প্রকাশ করা হয়।
আলোর দিশারী বন্ধু সংঘ ২০২১ সালে রাজবাড়ী জেলার হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও এই সংগঠন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায় মানুষের চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, অটিজম শিশুদের সাহায্য ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন।
আলোর দিশারী বন্ধু সংঘের নির্বাচিত সভাপতি হুসাইন মাহমুদ বলেন, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, যেটি সবসময় মানুষের সেবায় নিয়োজিত। আমরা সব সময় রাজবাড়ী জেলার অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজবাড়ী জেলাকে একটি উন্নত জেলায় পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আলোর দিশারী বন্ধু সংঘের নির্বাচিত সাধারণ সম্পাদক সাবু মোল্লা বলেন, আমাদের সংগঠনের অধিকাংশ সদস্যই শিক্ষার্থী তাই আমারা গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাব্বি খান, মাসুদ খাঁন ও শাকিল খান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল আমিন, এস এ ইমন ও হাছিবুর রহমান। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হুমায়ূন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাহিম। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।
কেকে/এআর