কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এস আই রাকিবের নেতৃত্বে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডল এলাকার হাসেন আলীর (৪২) বাড়িতে তল্লাশি করে মোটর সাইকেলের ট্যাংকের ভিতর বিশেষ কায়দায় রাখা অবস্থায় ২কেজি ৫শ গ্রাম গাঁজা, ১টি ১৫০সিসি পালসার মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক মাদক চোরাকারবারি হাসেন আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়া মন্ডল বাঘমারা গ্রামের মৃত আব্দুল জব্বার আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
কেকে/এমএস