জনপ্রিয় ইউটিউবার এবং পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া, যিনি 'বিয়ার বাইসেপস' নামে পরিচিত, সম্প্রতি গোয়ায় ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি দীর্ঘ লেখায় তিনি জানান, খোলা সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে তিনি ও তার প্রেমিকা এক শক্তিশালী ডুবো স্রোতে ভেসে যাচ্ছিলেন।
রণবীর লিখেছেন, আমরা এখন ভালো আছি, কিন্তু গতকাল সন্ধ্যায় আমাদের দুজনকে ভয়ানক পরিস্থিতি থেকে উদ্ধার করতে হয়েছে।
রণবীর এবং তার বান্ধবী দক্ষ সাঁতারু হলেও, স্রোতের তীব্রতা এমন ছিল যে ৫-১০ মিনিটের লড়াইয়ের পর তারা প্রায় ডুবে যাচ্ছিলেন। রণবীর উল্লেখ করেন, এক সময় তিনি প্রচুর পরিমাণে জল গিলে ফেলেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে বাধ্য হন।
রণবীর জানান, এক আইপিএস অফিসার, এক আইআরএস অফিসার এবং তাদের পরিবারের সহায়তায় তারা সমুদ্রের তীর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। রণবীর এই সাহায্যের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রণবীর লিখেন, আমি সবসময় আমার জীবনের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আজ আমি কৃতজ্ঞতায় ভরা। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা বেঁচে আছি।
রণবীর তার অনুরাগীদের উদ্দেশ্যে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০২৫ সাল আরও বেশি আশীর্বাদ নিয়ে আসবে।
কেকে/ এএম