সিলেটের কানাইঘাটে দাঁড়িয়ে ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার ধাক্কায় ইবা আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের ৬ জন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাট জুলাই ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইবা আক্তার (৩) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের সিএনজি চালক আবুল কালামের মেয়ে।
আহতরা হলেন- সিএনজি চালক আবুল কালাম (৩৫), তার স্ত্রী সিপা আক্তার (২৬), তাদের ৪ মাসের ছেলে আহনাফ, আবুল কালামের মা খাজুর বিবি (৮০), বোন সফাতুন নেছা (৪৫) ও ভাগ্নি তান্নি আক্তার (১৩)। তাদের মধ্যে গুরুতর আহত খাজুর বিবি ও সফাতুন নেছার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ঘটনার সময় আবুল কালাম সিএনজিচালিত অটোরিকশারযোগে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে ফিরছিলেন। পথে জুলাই ব্রীজ সংলগ্ন স্থানে সড়কে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরের পিছনে আবুল কালামের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে স্বজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক আবুল কালামের শিশু মেয়ে ইবা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইবার লাশ উদ্ধার করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এমআই