ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মুখোশ পরে সবার অগোচরে মিছিল করেছে ছাত্রলীগ। ১৭ জুলাই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটিই ছাত্রলীগের প্রথম মিছিল।
এই মিছিলে ১০ জনের মতো নেতাকর্মী ছিল। তবে মুখোশ পরে থাকার কারণে এদের কারো পরিচয় জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন গোয়েন্দা সংস্থার সহায়তায় এদেরকে শনাক্ত করার চেষ্টা করে যাচ্ছে।
বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের এই কয়েকজনের দেওয়া স্লোগানের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি খুব ভোরে ধারণ করা হয়েছে।
তবে এর সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এসময় তারা ‘জনযুদ্ধের দেশটা শেষ, কোথায় আমার বাংলাদেশ’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লাল সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’সহ কয়েকটি স্লোগান দিয়ে দ্রুত মধুর ক্যান্টিন ত্যাগ করতে দেখা যায় এই ব্যক্তিদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের কাউকে শিক্ষার্থী মনে হয়নি। এদের অধিকাংশকেই দেখে মধ্যবয়সী মনে হচ্ছ’।
তিনি আরও জানান, ‘ছাত্রলীগের এমন ঝটিকা মিছিল নিয়ে শীগ্রই আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের গোয়েন্দা সংস্থার সহায়তায় শনাক্ত করার চেষ্টাও চলমান রয়েছে’।
কেকে/এমআই