শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর ভোগাই, চেল্লাখালী এবং বুরুঙ্গা বালুমহালের ইজারা বাতিলসহ সব ধরণের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনের মহাসড়কে নালিতাবাড়ী উপজেলার জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত সর্বসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাদ। এসময় বক্তারা উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনার পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বালুমহালের ইজারা বন্ধের দাবি জানান।
এসময় তারা বলেন, ভোগাই ও চেল্লাখালী নদীর তিনটি বালুমহাল ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এবং নদীর বিভিন্ন অংশে ব্যাপকহারে অবৈধ বালু উত্তালন চলছে। এতে করে নাকুগাঁও স্থলবন্দর, নাকুগাঁও ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ ও রাবারড্যামসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকীতে পড়েছে। প্যারাগন কোম্পানীসহ বিভিন্ন স্থানে বাইরে থেকে বালু কিনে তা পরিবহন করে আনা হলেও ওইসব বালু থেকে রয়েলিটির নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।
মানববন্ধন শেষে আয়োজনকরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।
কেকে/এমআই