রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু      মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা      জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার      গণপরিবহন নৈরাজ্যে ভুগছে ঢাকাবাসী      দুষ্কৃতকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: র‍্যাব      
আন্তর্জাতিক
বেতন মাত্র ১৩ হাজার, প্রেমিকাকে উপহার দিলেন ফ্ল্যাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:১৮ পিএম  (ভিজিটর : ১০৮)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ১৩ হাজার রুপি মাসিক বেতনে চাকরি করে বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট ও প্রেমিকার জন্য হীরক-খচিত উপহার কিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন হর্ষল কুমার ক্ষীরসাগর। তবে এই বিলাসিতা এসেছে বৈধ আয়ের মাধ্যমে নয়, বরং নিখুঁত পরিকল্পনায় ব্যাংক প্রতারণার মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হর্ষল কুমার একটি সরকারি স্পোর্টস কমপ্লেক্সে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। চলতি বছরের ১ জুলাই থেকে ৭ ডিসেম্বরের মধ্যে তিনি কৌশলে ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ২১ কোটি ৬০ লাখ রুপি স্থানান্তর করেন।

হর্ষল কুমার স্পোর্টস কমপ্লেক্সের ব্যাংক অ্যাকাউন্টের ই-মেইল ঠিকানা পরিবর্তনের জন্য অফিসের পুরোনো লেটারহেড ব্যবহার করেন এবং মূল ই-মেইল ঠিকানার মতো দেখতে একটি নতুন ই-মেইল তৈরি করেন, যেখানে কেবল একটি অক্ষর পরিবর্তন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণার ফাঁদে পা দিয়ে নতুন ই-মেইলে লেনদেনের যাবতীয় তথ্য পাঠায়।

এই কৌশল ব্যবহার করে তিনি ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেন এবং বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেন।

তদন্তে জানা গেছে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে হর্ষল কুমার ১ কোটি ২০ লাখ রুপিতে একটি বিএমডব্লিউ গাড়ি, ১ কোটি ১৩ লাখ রুপির একটি এসইউভি এবং ৩২ লাখ রুপির একটি বিএমডব্লিউ মোটরসাইকেল কিনেছেন। এছাড়া প্রেমিকার জন্য ছত্রপতি সম্ভাজিনগরের কাছে একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং হীরক-খচিত চশমা উপহার দেন।

ঘটনা প্রকাশ পায় যখন ক্রীড়া বিভাগের একজন আধিকারিক আর্থিক অনিয়ম লক্ষ্য করে অভিযোগ দায়ের করেন। বর্তমানে হর্ষল পলাতক। তার দুই সহযোগী, যশোদা শেঠি এবং তার স্বামী বিকে জীবন, ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।

সিনিয়র পুলিশ অফিসার প্রশান্ত কদম জানিয়েছেন, এফআইআরে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং টাকার লেনদেনে জড়িত ব্যাংক অ্যাকাউন্টগুলোর নথি সংগ্রহ করা হয়েছে। বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সম্পত্তি জব্দ করা হয়েছে। মূল অভিযুক্ত হর্ষলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

১৩ হাজার রুপি বেতনের পেছনে লুকিয়ে থাকা এই বিশাল প্রতারণা কেবল হর্ষল কুমারের পরিকল্পনা নয়, বরং এর সঙ্গে আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনা ভারতের অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থায় একটি বড় প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  প্রেমিকা   উপহার   ফ্ল্যাট   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা
মানবসেবা ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ধনবাড়ীতে ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝