গতকাল (বুধবার) মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ও নেভানোর কাজে ব্যবহৃত পানিতে মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা আপাতত অসম্ভব। মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ (বৃহস্পতিবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিদর্শনে যান। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার খসড়া রূপরেখা প্রণয়ন করেন।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এনএসসির ষষ্ঠ তলায় কনফারেন্স কক্ষ, নবম তলায় মিনি সভা কক্ষ এবং সপ্তম তলায় কিছু কক্ষ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ছাড়া পুরোনো ভবনের চারতলায় অবস্থিত ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশনেও দাপ্তরিক কার্যক্রম চলবে।
ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরও পরিদর্শন করেন। সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাময়িক কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রধান দপ্তরগুলো হলো- জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি ও ক্রীড়া কল্যাণ সেবী ফাউন্ডেশন
এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া সংস্থাগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। ক্রীড়া পরিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া কার্যক্রম তদারকি করে এবং বিকেএসপি ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য।
অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট সমস্যাগুলো মোকাবিলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাময়িকভাবে জাতীয় ক্রীড়া পরিষদসহ বিভিন্ন দপ্তর থেকে কার্যক্রম পরিচালনা করবেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিকল্পনা অনুসরণ করা হবে।
কেকে/এএম