ফ্যাসিবাদী যেসব আমলারা এখনো স্বপদে বহাল রয়েছেন, তারাই সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে মূল হোতা বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে দুর্নীতিবাজ এবং বিগত দিনে ফ্যাসিবাদের সহযোগী আমলাদের কর্তৃক পরিকল্পিত অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের পর থেকেই আওয়ামী সুবিধাভোগী আমলারা নানাভাবে সংস্কার কর্মকাণ্ডে বাধা প্রদান করে আসছে। অবশেষে গত রাতে গণঅভ্যুত্থানের অগ্রনায়ক তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সচিবালস্থ দপ্তরে অগ্নিসংযোগ করে অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমলাদের মধ্যে যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এবং গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করে এখনো আওয়ামী জালেমদের সহযোগিতা করছেন, অতিদ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করছে।
ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সোহানুজ্জামান নয়নের মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে, তদন্তসাপেক্ষে সেটার রহস্য উদঘাটন করা অতীব জরুরি।
কেকে/এইচএস