মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
রাজকীয় আয়োজন
হাতি ও পালকিতে ঐতিহাসিক বিয়ে
টিপু সুলতান, শৈলকুপা (ঝিনাইদহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ২২০)
 হাতির পিঠে বরযাত্রী, শৈলকুপায় রাজকীয় বিয়ে | ছবি: প্রতিনিধি

হাতির পিঠে বরযাত্রী, শৈলকুপায় রাজকীয় বিয়ে | ছবি: প্রতিনিধি

প্রাচীন ঐতিহ্যের আলোকে আধুনিক যুগের ব্যস্ত জীবনে রূপকথার মতো এক বিয়ের সাক্ষী হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রত্যন্ত নবগ্রাম। গ্রামটি জুড়ে মানুষের মুখে মুখে এই অনন্য আয়োজনের গল্প। যুবক জিসান, তার স্বপ্নকে বাস্তব রূপ দিতে, হাতিতে চড়ে বিয়ে করতে গেলেন এবং নববধূকে নিয়ে এলেন সোনালী পালকিতে। যুবক জিসান ওই গ্রামের ফারুক হোসেন বিশ্বাসের ছেলে ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান বিশ্বাসের নাতি ছেলে। 

বিয়ের দিন দুপুর ২টায় শুরু হয় শোভাযাত্রা। এক সজ্জিত হাতি। তার ওপর বসে বর। গায়ে রঙিন শেরওয়ানি, মাথায় সুসজ্জিত পাগড়ি, হাতে তরোয়াল। পেছনে পালকি আর ঘোড়ার টমটম গাড়ি। চারপাশে ফুলের গন্ধ। ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রা গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছলি, পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠেছিল। এমন রাজকীয় শোভাযাত্রা পাশ্ববর্তী বড় মৌকুড়ী গ্রাম ঘুরে একই গ্রামে পশ্চিমপাড়ায় নবধূর বাড়িতে পৌঁছায়। সেখানেও রাজকীয় পরিবেশে বরকে সংবর্ধনা দেওয়া হয়। নববধূ জেবা খাতুন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের মেয়ে।

প্রবীণ ব্যক্তি জিয়ারত হোসেন বলেন, আমাদের শৈশবে এমন বিয়ের আয়োজন ছিল সাধারণ ঘটনা, কিন্তু আজকের যুগে এটা বিরল। নিশান ছেলেটা যেন হারানো ঐতিহ্য ফিরিয়ে দিলো। এমন আয়োজন দেখার পর মনে হচ্ছে জীবনটা আবার রঙিন হয়ে উঠেছে।

বরের বাবা ফারুক হোসেন বিশ্বাস জানান, আমার ছেলে বরাবরই সৃজনশীল। তবে আমার পিতার চাওয়া ছিল এমন কিছু করতে, যা সবাই মনে রাখবে। তাই এই আয়োজন। হাতিতে চড়া আর পালকিতে বউ আনার পরিকল্পনা আমাদের পুরো পরিবারের কাছে এক রূপকথার মতো মনে হয়েছিল। যখন সবাই এটা বাস্তবে দেখল, তারা মুগ্ধ হয়ে গেল।

এখানেই শেষ নয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ফিরলেন পালকিতে। চারজন বাহকের কাঁধে শোভিত সেই পালকি যেন রূপকথার গল্পের এক অধ্যায়। এই বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, বরং একটি সমাজের ঐতিহ্য আর সংস্কৃতির প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। হাতি আর পালকির সংমিশ্রণে যে রূপকথা শুরু হয়েছিল, তা মানুষের মনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে।

ককে/এএম

আরও সংবাদ   বিষয়:  হাতি   পালকি   ঐতিহাসিক বিয়ে  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা
ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪
ঈদ শেষে মেট্রোরেল চলাচল শুরু
ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতরে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close