মিরসরাইয়ের ইছাখালীতে দেশীয় তৈরি দুইটি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ম্যাগাজিন ও কার্তুজসহ মো. বাহার (৫০) নামের এক অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টায় ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের সালাউদ্দিনের খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাহারের কাছে থাকা নেভি ব্লু রঙের একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), একটি পাইপ গান, একটি পিস্তলের ম্যাগাজিন, দুইটি তাজা কার্তুজ এবং নাম্বারবিহীন একটি সিএনজি অটো রিকশা জব্দ করা হয়।
অভিযানের সময় সিএনজিতে থাকা আরও চারজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মো. বাহারের বিরুদ্ধে পলাতক আসামিদের সাথে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর একটি সন্ত্রাসী গ্রুপ মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অস্ত্রের মহড়া চালাচ্ছিল। এই ঘটনার সাথে গ্রেফতার হওয়া বাহার এবং পলাতক আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
কেকে/এএম