ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির বর্তমান কমিটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি অজ্ঞাত মহল সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে সমিতির বর্তমান নেতৃত্ব। সমিতির ৬১ সদস্য বিশিষ্ট কমিটির পরিবর্তে ১০১ বা ১৫১ সদস্যের কমিটির তালিকা ছড়ানো হয়েছে, যা নিয়মবহির্ভূত বলে দাবি করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ড. এ কে এম ফারুক এ অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, বৃহত্তর কুমিল্লা সমিতি কুমিল্লা, চাঁদপুর, ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গঠিত এবং এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যার কার্যক্রম দীর্ঘ ৬০ বছর ধরে চলমান।
ড. এ কে এম ফারুক বলেন, আমাদের নিয়ম অনুযায়ী কার্যকরী পরিষদের সদস্য হতে হলে আজীবন সদস্য হতে হয় এবং পুরোনো সদস্যদের থেকেই কমিটি গঠন করা হয়। কিন্তু হঠাৎ করে ২১ ডিসেম্বর অজ্ঞাত কেউ সামাজিক মাধ্যমে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী।
তিনি আরও বলেন, আগামী ১১ জানুয়ারি ২০২৫-এ সাধারণ সভায় নতুন কমিটির কাছে বর্তমান কমিটি দায়িত্ব হস্তান্তর করবে। এর আগে ঘোষিত নতুন কমিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির মোস্তফা কামাল, রুহুল আমিন মজুমদার, আব্দুস সাত্তার রেজা, আশরাফ হোসাইন বকুলসহ অন্যান্য সদস্যরা।
বর্তমান কমিটি সকল আজীবন সদস্য ও বৃহত্তর কুমিল্লাবাসীর প্রতি বিভ্রান্তি এড়িয়ে সমিতির ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।
কেকে/এএম