চলচ্চিত্রের সফল যাত্রার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন চিত্রনায়িকা পূজা চেরি। রায়হান রাফীর পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে তার এই নতুন জগতে অভিষেক ঘটছে। সিরিজটি আগামী ২ জানুয়ারি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
মুক্তির আগেই আলোচনায় এসেছে সিরিজটির আইটেম গান ‘প্রেমের দোকানদার’। গত শনিবার রাতে গানটি মুক্তি পেলে তা দর্শকদের মাঝে সাড়া ফেলে। চার মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে দেখা গেছে পূজাকে। বিশেষত গানের লাইন ‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ নেট দুনিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
সিরিজটির অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা অনেকদিনের, তবে মানানসই গল্প ও আনুষঙ্গিক বিষয় না পাওয়ায় এতদিন কাজ করা হয়নি। এবার সেই সুযোগ পেলাম।
‘প্রেমের দোকানদার’ গানের পারফরম্যান্স সম্পর্কে পূজা জানান, গানটি মুক্তির পর থেকে ভালো সাড়া পাচ্ছি। এটি করতে আমারও খুব ভালো লেগেছে।
কাজ এবং প্রেমের প্রসঙ্গে পূজা বলেন, প্রেম ছাড়া জীবন অর্থহীন। তবে হঠাৎ মনে হলো প্রেমের কারণে কাজের ক্ষতি হতে পারে। তাই আপাতত কাজেই মনোযোগ দিচ্ছি। প্রেমে আছি আবার নেই—এই অনুভূতিটা বেশ মজার।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পূজা বলেন, আমি কারও মতো হতে চাই না। কারও জায়গা দখল করারও ইচ্ছে নেই। নিজেকে নিজের মতো করেই শক্ত অবস্থানে দেখতে চাই। কারণ, কারও জায়গা কখনো কেউ নিতে পারে না।
সিরিজটির মাধ্যমে পূজা চেরির ওটিটিতে অভিষেক এবং তার আইটেম গান ইতোমধ্যে দর্শকের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন অপেক্ষা ‘ব্ল্যাক মানি’ মুক্তির।
কেকে/এএম