পৃথিবীর ইতিহাসে ক্ষমতার লোভে কত অমানবিক ঘটনা ঘটেছে, তা তুলে ধরেছেন সাবেক ছাত্র শিবির সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি
বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবার লাশ নিতে গিয়ে পুলিশ যখন
জানতে চায় কীভাবে মারা গেছে, তখন তারা নিশ্চিত হয় যে পুলিশের গুলিতে মারা
গেছে। এরপর পুলিশ, সেই লাশ বহনকারী সন্তানকে মেরে ফেলেছিল। পৃথিবীর ইতিহাস
ক্ষমতার জন্য কত জঘন্য!
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, শুরা কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইফুল্লাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক এবং সেক্রেটারি নুর হোসেন রিয়াজ।
এ সময় আরো
উপস্থিত ছিলেন- খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কর্মী
সম্মেলনের সঞ্চালক ও খিলপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম,
সভাপতি আজগর আলী প্রমুখ।
কেকে/এএম