বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পৌর বিএনপি আয়োজিত এক গন-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা বলছে- বাংলাদেশে হাজার হাজার হিন্দুকে নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অথচ বিবিসি একটি গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম, তারা কিন্তু সচিত্র প্রতিবেদনে দেখিয়েছে বাংলাদেশে এ ধরনের কোন নির্যাতন হচ্ছে না। ভারত বাংলাদেশকে একটি নতাজানু দেশ হিসেবে দেখতে চায়। যেভাবে শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, আগামী দিনে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশের সঙ্গে ভারতসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা এবং অংশীদারীত্ব ভিত্তিক সম্পর্ক দেখতে চাই।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইসিটি সিকিউরিটি এ্যাক্ট বাতিল, শহিদ মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা, জিডিপির ৫ ভাগ শিক্ষা খাতে ব্যয়, দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়, আজীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তনসহ বাংলাদেশকে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। এসময় সবাইকে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ।
কেকে/এমআই