রাজউকের মহাখালী অফিসের আওতাধীন মিরপুরের শেওড়াপাড়া আনন্দবাজার এলাকায় নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ করছে সিদ্দিক ফিরোজ গ্রুপ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরেজমিন এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী অভিযোগ করেন- কোনো ধরণের সেফটি নেট ব্যবহার করা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে চলছে নির্মাণকাজ, যা আশপাশের বাসিন্দাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, আমরা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করি। উপর থেকে ইট-বালিসহ নানা নির্মাণসামগ্রী পড়ে। সেদিন কাঠ পড়ে একটুর জন্য পাশের বাসার বাচ্চার মাথায় পড়েনি, আল্লাহ বাঁচিয়েছেন। বারবার বলার পরও তারা আমাদের কথা শোনে না। এ সময় তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ভবনের নির্মাণকাজে সুরক্ষাব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
নির্মাণাধীন ভবনটির সাইট ইঞ্জিনিয়ার জানান, রাজউক থেকে বেজমেন্টসহ ১২ তলা ভবনের অনুমোদন রয়েছে; বর্তমানে ৬ তলার নির্মাণকাজ চলছে। আমি এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কিছু জানি না। বিষয়টি মালিক পক্ষকে জানাব।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে সিদ্দিক ফিরোজ গ্রুপের মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
কেকে/এজে