কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে দ্বন্দ্বে শফিউল্লাহ (১৮) নামে এক যুববকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এ ঘটনা হয়েছে। নিহত শফিউল্লাহ ব্রাহ্মণপাড়া সদরের ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিউল্লাহ'র ছোট ভাই সানাউল্লাহ'র সাথে ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে দ্বন্দ্বে বাধে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের। এ সময় হৃদয় ও সানাউল্লাহ'র মধ্যে হাতাহাতি হয়। ছোট ভাইকে মারধরের বিষয়ে জিজ্ঞাসা করতে যায় বড় ভাই নিহত শফিউল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়সহ আরো ৫-৬জনের এক দল শফিউল্লাহকে ছুরি দিয়ে পেটের বিভিন্ন জায়গায় আঘাত করে।
পরে স্থানীয়রা শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বাবা এরশাদ মিয়া বলেন, আমার নিরিহ ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা হত্যা করেছে। আমি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শফিউল্লাহ মারা যান। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।
কেকে/এইচএস