শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      
প্রিয় ক্যাম্পাস
বশেমুরবিপ্রবি ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাসুদ-পারভেজ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ৭৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঠাকুরগাঁও জেলা থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৪-২৫ কার্য বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (সি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. পারভেজ কাউসার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন। 

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুব্রত রায়, আবু সাঈদ, মো. মিলন হায়দার, মো. ওয়ালীউল্লাহ, মো. লাব্বি হাসান ও সানমুন মুসতারি। যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিয়জিৎ সাহা প্রান্ত।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুজন আলী ও শাহিনা সুলতানা, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আল মামুন ও মো. সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গোলাম রাব্বানী ও মুহাম্মাদ মাসুম রেজা, ক্রীয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরিফ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরফিন রুবি ও সাদিয়া সুলতানা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্পিতা রায় ও হৃদ্দিকা শারমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজওয়ান সাদিক, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাকিব আহমেদ। কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার হোসেন সবুজ, মো. সাজ্জাদ হোসেন সাজু, বিপুল চন্দ্র রায়, মো. জাহিদ হাসান। 

কমিটিতে উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সরাফত আলী ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রগতি বকসী। ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন মো. সাফিরুল ইসলাম হুমায়ুন কবির, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, মো. জুয়েল রানা ও আসাদুজ্জামান নূর। 

নব নির্বাচিত সভাপতি মো. মাসুদ রানা বলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবো। সংগঠনের ধীর কাজগুলো কীভাবে আরও বেশি গতিশীল করা যায় সে ব্যাপারে দৃষ্টি রাখবো। আশা করি সংগঠনের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কমিটির অন্যান্য সদস্যরা আমাকে তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে। পরিশেষে সবার কাছে দোয়ার দরখাস্ত যাতে করে আমি আমার এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

কেকে/এএম

আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও জেলা   ছাত্র কল্যাণ সমিতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
জীবননগর সীমান্তে ৬৬লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝