শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ড. ইউনূস      ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্য চাই’      রাসূল (সা.) এর কটুক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ      বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন কুমার      
প্রিয় ক্যাম্পাস
বশেমুরবিপ্রবি ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাসুদ-পারভেজ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ১০৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঠাকুরগাঁও জেলা থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৪-২৫ কার্য বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (সি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. পারভেজ কাউসার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন। 

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুব্রত রায়, আবু সাঈদ, মো. মিলন হায়দার, মো. ওয়ালীউল্লাহ, মো. লাব্বি হাসান ও সানমুন মুসতারি। যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিয়জিৎ সাহা প্রান্ত।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুজন আলী ও শাহিনা সুলতানা, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আল মামুন ও মো. সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গোলাম রাব্বানী ও মুহাম্মাদ মাসুম রেজা, ক্রীয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরিফ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরফিন রুবি ও সাদিয়া সুলতানা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্পিতা রায় ও হৃদ্দিকা শারমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজওয়ান সাদিক, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাকিব আহমেদ। কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার হোসেন সবুজ, মো. সাজ্জাদ হোসেন সাজু, বিপুল চন্দ্র রায়, মো. জাহিদ হাসান। 

কমিটিতে উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সরাফত আলী ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রগতি বকসী। ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন মো. সাফিরুল ইসলাম হুমায়ুন কবির, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, মো. জুয়েল রানা ও আসাদুজ্জামান নূর। 

নব নির্বাচিত সভাপতি মো. মাসুদ রানা বলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবো। সংগঠনের ধীর কাজগুলো কীভাবে আরও বেশি গতিশীল করা যায় সে ব্যাপারে দৃষ্টি রাখবো। আশা করি সংগঠনের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কমিটির অন্যান্য সদস্যরা আমাকে তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে। পরিশেষে সবার কাছে দোয়ার দরখাস্ত যাতে করে আমি আমার এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

কেকে/এএম

আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও জেলা   ছাত্র কল্যাণ সমিতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, নারীসহ নিহত ২
দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝