বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
১০ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: নতুন বন্দোবস্তের নামে পুরোনো পথেই এনসিপি      ন্যায়বিচার কত দূর      বিএনপি রাজনীতিকদের হত্যার ঘটনা বাড়ছে      জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত      ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই: ব্যারিস্টার ফুয়াদ      স্বর্ণের দাম ইতিহাসে রেকর্ড      সংঘর্ষ উত্তেজনার পর দুই দিন বন্ধ সিটি কলেজ      
গ্রামবাংলা
মাহফিলে আসেননি রফিকুল ইসলাম মাদানী, আয়োজকদের লিগ্যাল নোটিশ
মো. রনি মিয়াজী, পঞ্চগড়
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৪:০২ পিএম  (ভিজিটর : ২১১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে আলোচিত ভাইরাল বক্তা রফিকুল ইসলাম মাদানীকে মাহফিলের প্রধান বক্তা করে মাসব্যাপী চালানো হয় ব্যাপক প্রচার-প্রচারণা। যথারীতি করা হয় বৃহত আয়োজন। পোস্টারিং, মাইকিং আর সোশ্যাল মিডিয়ার সরগরমে লোক সমাগম হয় অর্ধ লাখাদিক। সবশেষে আসেন নি ভাইরাল বক্তা। হতাশ হয়ে ফিরতে হয় মুসল্লিদের।

মঙ্গলবারের (২৫ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড খুনিয়া পাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা আয়োজন করা হয়েছিল মাহফিলটির।

এদিকে, বক্তা না আসার পেছনে প্রতারণা রয়েছে দাবি করে আয়োজকদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ইকবাল বাহার নামে পঞ্চগড়ের এক সংবাদকর্মী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী মেহেদী হাসান মিলনের মাধ্যমে তিনি লিগ্যাল নোটিশটি পাঠান।

এতে অভিযুক্ত করা হয়- মাদ্রাসাটির সভাপতি আব্বাস আলী, মুহতামিম মিজানুর রহমান, পরিচালক আলতাফর হোসেন এবং মাহফিলের সভাপতি নুর হাবিবকে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, ‘মাহফিলের আয়োজক কমিটি দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রাখার জন্য প্রচার-প্রচারণা করেন। এরই ধারাবাহিকতায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম ব্যবহার করে জেলার বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মানুষের নিকট হইতে তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন করার উদ্দেশ্যে টাকা আদায় করেন। যথারীতি ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) শিংরোড খুনিয়া পাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাফসিরুল কুরআন মাহফিল শুরু হলে পঞ্চগড় জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ লোকজন মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য শুনার জন্য মাদ্রাসা মাঠে হাজির হন। রাত ১১ টা পর্যন্ত অন্যান্য আলোচকরা আলোচনা করেন, কিন্তু তখনও ভাইরাল বক্তা মাওলানা মাদানী উপস্থিত না হলে ক্ষুব্ধ হন শ্রোতারা। এক পর্যায়ে আয়োজকরা জানান, মাওলানা রফিকুল ইসলাম মাদানী অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। তিনি অনুষ্ঠানে আসার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।’
 
আয়োজকরা ধর্মপ্রাণ মানুষের মনে ধর্মীয় অনুভতি জাগ্রত করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম ব্যবহার করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন এবং ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছেন।
 
সংবাদকর্মী ইকবাল বাহার বলেন, রফিকুল ইসলাম মাদানী আলোচনা করবেন শুনে শীত উপেক্ষা করে ২৫ কিলোমিটার দুর থেকে গিয়েছিলাম। কিন্তু গিয়ে প্রতারিত হয়েছি। আমি খোঁজ নিয়ে জেনেছি মাহফিলের আয়োজকরা রফিকুল ইসলাম মাদানীকে তাদের মাহফিলে দাওয়াতই করেননি। তার নাম ব্যবহার করে যে আয়োজন করা হয়েছে তা বক্তা জানেনও না। সড়ক দুর্ঘটনার বিষয়টিও সম্পূর্ণ সাজানো। মাহফিলের আয়োজকদের মিথ্যা প্রচারণায় সেখানে গিয়ে আমরা প্রতারিত হয়েছি। ধর্মীয় বিষয়ে এমন প্রতারণা ভবিষ্যতে যেন কেউ না করতে পারে, এজন্য আমি তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

আইনজীবী মেহেদী হাসান মিলন বলেন, মাহফিল কমিটি অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গসহ প্রতারণা করেছে। তারা কেনো এমনটা করলো- লিগ্যাল নোটিশের মাধ্যমে এর সদুত্তর আগামী তিনদিনের মধ্যে চেয়েছি।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  রফিকুল ইসলাম মাদানী   লিগ্যাল নোটিশ   পঞ্চগড়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নতুন বন্দোবস্তের নামে পুরোনো পথেই এনসিপি
ন্যায়বিচার কত দূর
বিএনপি রাজনীতিকদের হত্যার ঘটনা বাড়ছে
সুন্দরগঞ্জে বিএনপির হামলায় বাদশা মিয়ার মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ
বেরোবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে এক যুবক আটক

সর্বাধিক পঠিত

খাদ্যে বিষক্রিয়ায় পাঁচ বছরের শিশু অসুস্থ, আটক ১
সুন্দরগঞ্জে বিএনপির হামলায় বাদশা মিয়ার মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ
নিজেই দোসর হয়ে এসিল্যান্ডকে বলেন ফ্যাসিবাদের দোসর
কিশোরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার দুই
বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close