চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছেন এস.এম. মানবিক ফাউন্ডেশন। কনকনে শীতের মাঝে বেশ কিছু অঞ্চলের মানুষ যখন ঘর হতে বের হতে দ্বিধাগ্রস্থ, তখন এ সংগঠন ছুটে চলেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম মমতায়। ছিন্নমূল ও খেটে খাওয়া এ সকল মানুষের মুখে ফুটিয়েছেন অনাবিল হাসি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার উপকূলীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করেন । উপকূলীয় এলাকার বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আবদু ছবুর কোম্পানি বলেন, মানবিক সংগঠনটির জন্মলগ্ন হতে বিভিন্ন ধরনের মানবিক কাজে সম্পৃক্ত। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রত্যন্ত এলাকায় প্রায় ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো।
এ সময় তিনি উপস্থিত সব নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
কেকে/এএম