বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নের টঙ্গঝিরি নবগঠিত ত্রিপুরা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
২৫ ডিসেম্বর গভীর রাতে টঙ্গঝিরি ত্রিপুরা বস্তিতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ১৬টি জুমঘর পুড়ে যায়। এই ঘটনার ফলে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর আগে বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার সুপ্রদীপ চাকমা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ঢেউটিন, চাল, কম্বলসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের বসতঘর পুনর্নির্মাণের আশ্বাস দেন।
উপদেষ্টা বলেন, পাশ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের জলন্ত আগুন যেন আমাদের দেশে ছড়াতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। পাহাড়ি-বাঙালি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে থাকতে হবে।
উপদেষ্টা আরও জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভূমি বিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। ঘটনাস্থলে দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ভূমি বিরোধের এই সমস্যা স্থানীয় প্রশাসন আইনি প্রক্রিয়ায় সমাধান করবে।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেকে/এএম