বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      রাজউকের প্লট নিয়ে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক      রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত      রংপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা এসপি শাহজাহানের শাস্তি দাবি      জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই: সারজিস      দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি      মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ      
গ্রামবাংলা
ফেনীতে সোফার নিচ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
জোবায়ের হোসেন, ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৬:১৫ পিএম  (ভিজিটর : ১৬৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফলেশ্বর এলাকা থেকে মাসুদা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা গোলাম ফারুকের ভাই গোলাম কিবরিয়া বকুলের বাসার সোফার নিচ থেকে বৃদ্ধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদা বেগম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পিঠাপাশারী এলাকার মোস্তফা ভূঁঞা বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি  গত ৮ বছর ফারুক কমিশনার বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর গোলাম ফারুকের ভাই গোলাম কিবরিয়া বকুলের ঘরে গৃহপরিচারিকার কাজ করার জন্য গত সোমবার মাসুদা বেগমকে ডেকে আনা হয়। গত ৪ দিন তিনি গোলাম কিবরিয়া বকুলের ঘরেই ছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে বাড়ির লোকজন বকুলের ঘরের সোফার নিচে গলাকাটা অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে শোরচিৎকার করলে আশেপাশের বাসিন্দারা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ঘটনার তদন্তে নামে। 

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার রাত ৯টা ১৩ মিনিটে কালো প্যান্ট ও সাদা চেক শার্ট পরিহিত অজ্ঞাত এক যুবক ওই ভবনে প্রবেশ করছে। আবার ৯টা ১৭ মিনিটে ভবন থেকে দৌড়ে বের হতে দেখা যায় ওই যুবককে। 

নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অজ্ঞাত যুবককে আইনের আওতায় আনা গেলে হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে। 

নিহত মাসুদার পুত্রবধূ রাহেনা আক্তার বলেন, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফারুক কমিশনারের স্ত্রী আরজু আমাকে মোবাইল করে ১০ মিনিটের মধ্যে তাদের বাড়িতে যেতে বলেন। বারবার কারণ জিজ্ঞেস করলেও তারা আমাদের কিছু বলেননি। পরে এখানে এসে দেখি গোলাম কিবরিয়া বকুলের ঘরের সোফার নিচে তার রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

রাহেনা আরও বলেন, আমার শাশুড়ি গত ১৭ বছর এই এলাকায় বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছেন। গত ৮ বছর ধরে তিনি ফারুক কমিশনার বাড়িতে কাজ করেন। গত সোমবার ফারুক কমিশনারের ভাই ঝন্টু আমার শাশুড়িকে ডেকে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকেও ওই বাড়ির সামনে তার সাথে আমার শেষ কথা হয়। তিনি শুক্রবার বাড়িতে যাবেন বলেছিলেন। কিন্তু রাতেই এ ঘটনা ঘটে।

কান্নারত নিহতের মেয়ে শাহেনা আক্তার রুনা বলেন, আমার মাকে আমার কাছে আনি দেন। এটা পরিকল্পিতভাবে হত্যা। বাড়ির সকল লোকজন থাকা অবস্থায় আমার মাকে কিভাবে এমন নৃশংসভাবে হত্যা করেছে।  আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

নিহতের নাতি ইউসুফ বলেন, বাড়ির মালিকরা বলছে বাসায় চুরি করতে এসে এক লোক আমার নানিকে জবাই করে ফেলে রেখে গেছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম ফারুক বলেন, রাত সাড়ে ৯ টার দিকে আমার ছোট ভাইর বউ আমাকে কল করে বলে, ভাইয়া তাড়াতাড়ি বাড়িতে আসেন, বাড়িতে চোর-ডাকাত ঢুকেছে। তখন আমি ও আরও কয়েকজন দৌড়ে বাড়িতে এসে দোতলার ঘরের দরজা খুলে দেখি রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটন কাজ শুরু করে।

ফারুকের ছোট ভাই ঝন্টুর স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমরা ভবনের তৃতীয় তলার বাসায় ছিলাম। হঠাৎ আওয়াজ শুনে নিচে এসে দেখি দোতলার বাসার দরজা বন্ধ। মাসুদা বুয়া মাসুদা বুয়া বলে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে চোর বা ডাকাত সন্দেহ করে বাড়ির বড়দের জানানোর জন্য উপরে উঠতেই পিছন থেকে দরজা খুলে দৌড়ে একজন লোককে চলে যেতে দেখি। এরপর নিচে এসে দেখি আমাদের কাজের বুয়া মাসুদার রক্তাক্ত মরদেহ। দেখে ভয়ে উপরের তলায় এসে বাড়ির মুরব্বীদের ফোন করে বাড়িতে আসতে বলি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, রাত সাড়ে ৯ টার দিকে প্রথমে সংবাদ পাই এ বাড়িতে ডাকাতি হয়েছে। এরপর শুনি এক মহিলার গলাকাটা লাশ পড়ে আছে। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসে ভবনের দোতলার সামনের কক্ষে মরদেহ দেখে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। পিবিআই ও সিআইডি টিম ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ ও তদন্তের কাজ শুরু করে। সিসিটিভি ফুটেজের অজ্ঞাত যুবককে শনাক্তের কাজ চলছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে পুনরায় সোহেল—শামছুল হুদা
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ: ডিসি মাহমুদুল হক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সঙ্গী বাংলাদেশ

সর্বাধিক পঠিত

রাতে জ্বলে না সড়ক বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী
রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত
‘শহিদদের স্বপ্নের ক্যাম্পাস গড়ুন অথবা দায়িত্ব ছেড়ে দিন’
নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নীলসাগর গ্রুপের আয়োজিত এসপিএল ফাইনালে চ্যাম্পিয়ন শাহীপাড়া ক্যাপিটালস

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝