বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      রাজউকের প্লট নিয়ে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক      রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত      রংপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা এসপি শাহজাহানের শাস্তি দাবি      জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই: সারজিস      দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি      মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ      
রাজনীতি
সরকারের প্রশাসন পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে আছে: মির্জা ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১৭ পিএম  (ভিজিটর : ৭৬)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সরকারের প্রশাসন ‘পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে আছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে দেশের বর্তমান প্রশাসনের অবস্থা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল সমস্যা তো অন্য জায়গায়। আপনি এটি বাস্তবায়ন করবেন কাদের দিয়ে? এই প্রশাসন পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে রয়েছে, এতটুকু পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, আমলাতন্ত্র এমন অবস্থায় রয়েছে যে, কোনো ফাইল নড়ে না। ছাত্রদের মধ্যে যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে, খুঁজলে দেখা যাবে ফাইল আটকে আছে। সমস্যা তো সেখানেই।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের কাঠামো ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। গণতন্ত্রের উপযোগী প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেই গণতন্ত্র সফল হবে। মন-মানসিকতা পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে চর্চা করতে হবে। ভুল হবে, ত্রুটি হবে—সেখান থেকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

‘একাত্তর ভুলা যাবে না’

মির্জা ফখরুল বলেন, আমরা যেন একাত্তরকে ভুলে না যাই, ১৯৭১ সাল এটাকে যেন আমরা কখনো ভুল না যাই। আমরা যেন এই যে ধারাবাহিক গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, লড়াই, একাত্তরের পর থেকে সেই সংগ্রাম প্রত্যেকের মনে রাখা দরকার।

তিনি বলেন, সেই লড়াইয়ের মধ্য দিয়ে ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। সুতরাং আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে, আমরা আমাদের দলের পক্ষ থেকে সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে অর্থা গণতন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। এজন্য আমরা কাজ করেছি, 
 ভবিষ্যতে করবো। একই সঙ্গে আমরা মনে করি যে, জনগনকে বাদ দিয়ে ওপর থেকে চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে। আমরা চাই, সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করবো।।

‘ফ্যাসিবাদ প্রতিহত করতে হবে’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, সাড়ে ১৫ বছরে বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসরদের বসানো হয়েছে। একদিনে বা কয়েক মাসে তা নিরসন সম্ভব নয়। এটার জন্য সমর্থন লাগবে, জনগনের প্রেসার লাগবে।

তিনি বলেন, আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনা ঘটছেআমার বিস্তারিত বলার দরকার নাই। বারেবার জাতীয় পতাকাকে খামছে ধরার চেষ্টা করছে সেই পুরোনো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম, প্রতিহতের জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। সেই কারণেই আমাদের সকলের মাথায় চিন্তা থাকতে হবে আমরা একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের বাংলাদেশ ব্র্যান্ডকে পরাজিত করে আজকের বাংলাদেশে দাঁড়িয়েছি।আমরা যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে যেন কখনই আর ফ্যাসিবাদ ফেরত না আসে।

তিনি বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদের ব্র্যান্ডের নাম ছিলো মুজিববাদ।সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যেয়ে বাংলাদেশের যেই তরুন-যুবকরা জীবন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন তারা আজকে কেমন বাংলাদেশ চান, তারা আজকে বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলতে চান, বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, সংবিধানটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে শুধু সেটাতে আমরা থাকবো।

আদিলুর রহমান বলেন, তার সঙ্গে এটাও বলবো, উচ্চ কক্ষ-নিম্ন কক্ষ বা রিপ্রেজেনটেশন কেমন হবে শুধু সেটা না, স্থানীয় পর্যায় ক্ষমতার ভিত্তি কেমন হবে, সমস্ত ক্ষমতা কি সংবিধানে সংসদ সদস্যদের প্রতি দেওয়া থাকবে না-কি স্থানীয় পর্যায় স্থানীয় সরকারের ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে সাধারণ মানুষ বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থান থাকবে। এই প্রক্রিয়াটাই বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে আসবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য থাকা উচিত অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সম্পন্ন করা। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না।

‘সব সংস্কার প্রস্তাব নিয়ে পাবলিক ডায়লগ চাই’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার, সংলাপ, জাতীয় ঐক্যমতের প্রশ্নের আমি বলব,সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে। সেই কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। সহজ পথ হলো, আমরা পরামর্শ দিয়েছি, সব দল দিচ্ছে। আমি কমিশনের প্রধানদের অনুরোধ করবো, প্রধান উপদেষ্টার কাছে মেসেজ দিতে চাই, এগুলো ডিসেম্বরের মধ্যে হয়ত এসে যাবে। আসার পর এগুলোকে সর্ট আউট করে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের কাছে থেকে আসা সমস্ত সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যের দৃষ্টিতে  যেগুলো কমন সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা আপনারা করুন।সেখানে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, আর সংস্কার বিশাল ব্যাপার। রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সব কিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরেই একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব। সেই নির্বাচনে যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামায়াতে ইসলামী সেই সময়ে দিতে অন্তর্বতীকালীন সরকারকে দিতে প্রস্তুত আছি।

ড. জাহেদ উর রহমানের সঞ্চালনায় প্রথম অধিবেশনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভূট্টাচার্য, সংবিধান বিষয়ক সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর, বাংলা একাডেমির চেয়ারম্যান আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত সচিব এএফএম সোলায়মান চৌধুরী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে পুনরায় সোহেল—শামছুল হুদা
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ: ডিসি মাহমুদুল হক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সঙ্গী বাংলাদেশ

সর্বাধিক পঠিত

রাতে জ্বলে না সড়ক বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী
রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত
‘শহিদদের স্বপ্নের ক্যাম্পাস গড়ুন অথবা দায়িত্ব ছেড়ে দিন’
নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নীলসাগর গ্রুপের আয়োজিত এসপিএল ফাইনালে চ্যাম্পিয়ন শাহীপাড়া ক্যাপিটালস

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝