ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী, যার ক্যারিয়ার শুরু হয়েছিল সংবাদ উপস্থাপনার মাধ্যমে, মেগাস্টার শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় প্রবেশ করেন। তাদের সম্পর্কের প্রেক্ষাপটে প্রেম ও পরিণয়ের গল্প অনেকটা প্রকাশ পেয়েছিল এবং একসময় তাদের একটি সন্তানও পৃথিবীতে আসে। তবে ছেলের পরিচয় প্রকাশের পর দুজনের মধ্যে কিছুটা দূরত্ব দেখা দেয়।
শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। সম্প্রতি অপু বিশ্বাস এক অনুষ্ঠানে বলেন, আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমি যোগ্য বলেই মনে করতাম না। তার এই মন্তব্যের পর নেটিজেনরা বুঝে গেছেন, তিনি কাকে “যোগ্য” মনে করছেন না।
এদিকে, অপু বিশ্বাস নাম না নিয়ে বুবলীর প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, তবে বুবলীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। তবে গত বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে বুবলী লিখেন, ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই। (অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব)। এটি থেকে ধারণা করা যাচ্ছে, বুবলী আপাতত কথার লড়াইয়ে জড়াতে চাইছেন না।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন এবং ২০১৭ সালের ১০ এপ্রিল তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ তারা বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবন শেষ করেন। এর পর শাকিব খান ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন, তবে এই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি।
কেকে/এএম