মো. দেলোয়ার হোসাইন
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮:১৩ পিএম (ভিজিটর : ১১৭)
মো. দেলোয়ার হোসাইন। ছবি: খোলা কাগজ
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি,
সামনে দাঁড়িয়ে আছে এক বিস্মৃত স্বপ্নের দেশ।
আকাশে মেঘ জমেছে- বৃষ্টি হবে কিনা জানি না,
তবু মাটির গন্ধে ভিজে যায় হৃদয়।
এই মাটি—যে মাটি রক্তে ভেজা,
যে মাটিতে বোনা হয়েছিল স্বাধীনতার বীজ।
সেই গল্প শোনায় বুড়ো বটগাছ,
হাওয়ায় দুলে ওঠে ধানখেতের সোনালি কণা।
তোমার নদী, পদ্মা-মেঘনা-যমুনা,
তোমার হৃদয়ের মতোই বিস্তৃত।
তোমার গ্রাম, তোমার শহর,
সব যেন এক অদ্ভুত মায়ার বন্ধনে বাঁধা।
তোমার ভোর—একটি নতুন সূর্যের গল্প,
যেখানে শিশুর হাসি, কৃষকের ঘাম,
আর এক টুকরো রুটির গন্ধ মিলে মিশে।
তোমার সন্ধ্যা—আলোর রঙিন প্রদীপ,
যেখানে ঘরে ফেরা মানুষের কোলাহল।
তোমার মুক্ত বাতাসে ভেসে আসে গান,
একটি প্রজন্মের জীবনের গল্প।
তোমার মাটি, তোমার ঘাস,
সব যেন এক অপার আশীর্বাদ।
তবু কেন এই মাটি এখনও রক্তে রঞ্জিত হয়?
কেন এত বিভাজন, কেন এত সংঘাত?
তোমার বুকের গভীর থেকে প্রশ্ন ওঠে—
‘আমি কি আমার সন্তানদের ব্যর্থ করেছি?’
তোমার প্রেমে, তোমার ঘৃণায়,
তোমার কান্নায়, তোমার উল্লাসে—
আমি তোমাকে ভালোবাসি হে দেশ,
তোমার প্রতিটি ক্ষতও যেন আমার নিজের।
অপলক তাকিয়ে থাকি
তোমার প্রতিটি ঢেউ, প্রতিটি শ্বাসের মাঝে
আমি খুঁজে পাই জীবনের অর্থ।
তুমি আমায় ডাকো, আমি ছুটে আসি—
তোমার কোলে, তোমার বুকে,
তোমার অসীম সীমারেখায়।
তোমার জন্য আমি কবিতা লিখি,
তোমার জন্য আমি গান গাই।
তোমার প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে
আমি খুঁজে পাই আমার সত্তা।
তুমি আমার জন্মভূমি,
তুমি আমার পরিচয়।
তোমার কাছে মাথা নত করি,
তোমার ভালোবাসায় আমি ধন্য।
তুমি আমার দেশ,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকা অনন্ত আমার।
কেকে/এমআই