বুধবার, ৮ জানুয়ারি ২০২৫,
২৫ পৌষ ১৪৩১
বাংলা English

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ‘বাজারে চালের সংকট নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক’      গ্যাস সংকটের মধ্যে দাম বাড়ানোর তোড়জোড়      রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া      শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল      ৪৪০১ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে উঠছে কাল      ‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন’      দীর্ঘ ৭ বছর পর মায়ের সঙ্গে দেখা হবে তারেক রহমানের      
প্রিয় ক্যাম্পাস
ঢাবির চারুকলায় শুরু হয়েছে জয়নুল উৎসব
আরমান হোসেন, ঢাবি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮:২০ পিএম  (ভিজিটর : ৭০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শুরু হয়েছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব, যা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। দেশের নানা প্রান্তের শিল্পীদের বিভিন্ন শিল্পকর্মের সমাহার ঘটেছে এই উৎসবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসব। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গির আলম চৌধুরী। 

এবারের উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আগত শিল্পীদের সম্মিলন ঘটেছে। নানা রকম লোকশিল্প এবং কারুশিল্পের প্রদর্শনী চলছে মেলায়। ধাতব, শোলা, মাটির পুতুল,কাঠের পুতুল, পাখা, পট, শীতলপাটি, শখের হাড়ি, মণিপুরী তাঁত, কোমর তাঁত, সতরঞ্জি, বাঁশি, শঙ্খ, মুখোশ, খেলনা প্রভৃতি হস্তশিল্পের সমাহার ঘটেছে।

শিল্পীদের শিল্পকর্ম দেখতে ও ক্রয় করতে আগ্রহী দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে চারুকলা প্রাঙ্গণে। রাজধানীর নানা জায়াগা আগত দর্শনার্থীরা শিল্পীদের শিল্প নৈপুণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

মিরপুর থেকে আগত সৈয়দ শাহিদ হোসেন বলেন, এখানে ঘুরে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী অনেক শিল্পকর্ম অনেকদিন পর দেখার সুযোগ হলো। 

আরেক দর্শনার্থী অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাশিয়াত হোসেন বলেন, আমরা এসব শিল্পকর্মের কথা কেবল বইয়েই পড়ি। আজ ঐতিহ্যবাহী এই শিল্পকর্মগুলো কাছ থেকে দেখে খুবই ভালো লাগছে।

মেলার একপাশে রাজশাহী থেকে আগত জলীল মণ্ডল দেখাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। গানে গানে বায়োস্কোপে প্রদর্শিত দৃশ্যগুলোর বর্ণনা দিচ্ছেন তিনি। দর্শনার্থীরা প্রতিজন ২০ টাকা করে দিয়ে পৃথিবীর নানা প্রান্তের নানা দৃশ্য দেখে উচ্ছ্বসিত হচ্ছেন।

বায়োস্কোপ দেখা এক দর্শনার্থী বলেন, বায়োস্কোপের কাছের জানালায় চোখ রেখে পৃথিবীর নানা প্রান্তের ঐতিহাসিক অনেক স্থান,স্থাপনা এবং ব্যক্তিকে দেখার অনুভূতি অসাধারণ। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ দেখার সুযোগ অনেকদিন পর পেলাম।

মেলায় চারুকলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের শিল্প কর্মগুলোও প্রদর্শন করা হচ্ছে। গ্রাফিক ডিজাইন বিভাগ,অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ, মৃৎশিল্প বিভাগ, প্রিন্টমেকিং বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের শিল্পকর্ম প্রদর্শন করছে।

এতে শিক্ষার্থীদের শিল্প নৈপুণ্যের সাথেও দর্শনার্থীরা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরাও নিজেদের সৃজনশীলতা প্রদর্শন করতে পেরে আনন্দ প্রকাশ করছে।

চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থী সৃষ্টি প্রিয়া বলেন, শিল্প প্রদর্শনের আয়োজন আমাদের শিল্প চর্চাকে আরও গতিশীল করে। ঐতিহ্যবাহী শিল্পগুলোর প্রতি মানুষের আগ্রহ আমাদেরকে কাজ করার প্রেরণা জোগায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক এম জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, শিল্পাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদের এই আয়োজন খুবই প্রশংসনীয়। হস্তশিল্প প্রদর্শনের এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করবে।

জয়নুল মেলার তাৎপর্য সম্পর্কে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ বলেন, দেশের ঐতিহ্যবাহী লোকশিল্প আজ লুপ্তপ্রায়। লুপ্তপ্রায় নানা রকম শিল্পকর্মের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া এই মেলার অন্যতম উদ্দেশ্য। কারু শিল্প এবং চারু শিল্পের সম্মিলন ঘটিয়ে শিক্ষার্থীদের শিল্পজ্ঞান বিকশিত করা এবং নতুন কিছু করতে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও জয়নুল উৎসবে মেলার আয়োজন করা হয়েছে।

এসময় ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, বিখ্যাত চিত্রশিল্পী হাশেম খান, শীল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী মইনুল আবেদিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ এবং চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়নুল উৎসব উপলক্ষ্যে মেলা ছাড়াও আরও নানা কর্মসূচি হাতে নিয়েছে চারুকলা অনুষদ। এর মধ্যে রয়েছে শীল্পাচার্য জয়নুল আবেদিনের স্মরণে আলোচনা সভা। ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, ২৯ ডিসেম্বর (রবিবার) সকালে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকালে চারুকলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  ঢাবি   চারুকলা   জয়নুল উৎসব  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘বাজারে চালের সংকট নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক’
ফেনীতে একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে যৌথবাহিনী
লামায় ২টি অবৈধ ইটভাটাকে ৪লক্ষ টাকা জরিমানা
গ্যাস সংকটের মধ্যে দাম বাড়ানোর তোড়জোড়
সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা

সর্বাধিক পঠিত

শাবিপ্রবির পিএমই অ্যাসোসিয়েশনের ভিপি শাফিন, জিএস মেহেদি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
পবিপ্রবিতে বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা
ফেরানোর চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
গঙ্গাচড়ায় গাঁজাসহ আটক ১

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝