বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় এবার বলিউডে পা রাখলেন। টালিউডের একাধিক হিট সিরিয়াল, যেমন ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ও 'সাহেবের চিঠি'-তে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার হিন্দি টেলিভিশনের পর্দায় রাজত্ব করার পরিকল্পনা নিয়েছেন অভিনেত্রী, এবং কাজের সূত্রে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন মুম্বাই।
দেবচন্দ্রিমার নতুন যাত্রা নিয়ে তার অনুরাগীরা ব্যাপক খুশি হলেও, সোশ্যাল মিডিয়ায় কিছু সমালোচনা ও কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। সম্প্রতি, ছুটি কাটাতে দুবাই যাওয়ার পর সেখানকার মনোরম পরিবেশে খোলামেলা পোশাক পরা ছবিগুলি শেয়ার করেন অভিনেত্রী। এর পর থেকেই তাকে নিয়ে কিছু নেটিজেনের কটাক্ষ শুরু হয়।
এই সমালোচনায় দেবচন্দ্রিমা বলেন, আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। সমাজ মাধ্যমে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। তিনি আরও বলেন, আমার নতুন কাজের খুশিতে যেমন ভালো মন্তব্য করেন নেটিজেনরা, তেমন তাদের কিছু খারাপ লাগলেও বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু তার মানে এই নয় যে, সেই কটাক্ষ আমি গায়ে মাখবো বা মন খারাপ করবো।
দেবচন্দ্রিমা সিংহ রায় তার কাজের প্রতি নিজের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রকাশ করে বলেছেন, তিনি তার পথ চলতে কোনো বাধাই গায়েও নেবেন না।
কেকে/এএম