চলতি বছরে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্য রয় কপূরের সঙ্গে তার প্রেম ভাঙার পর মনও ভেঙেছিল। তবে এই বছরেই তিনি নতুন প্রেমে পড়েছেন, যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে, অভিনেত্রী তার নতুন প্রেমিক সম্পর্কে নিজের ভাবনা শেয়ার করেছেন।
এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, তিনি একজন আবেগপ্রবণ মানুষ, যিনি সহজেই আবেগে চোখে জল এনে ফেলেন। তিনি এমন একজন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখতে পারেন। তবে, সমস্যার সমাধান না চেয়ে, তিনি শুধু চান যে তার সঙ্গী তার কথা মন দিয়ে শুনুক। অনন্যা বলেন, “আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক।”
এছাড়াও, অনন্যা বিশ্বাস করেন যে, রেগে গেলে মানুষের আসল রূপ বোঝা যায়। তার মতে, “ঝগড়া বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা জানা উচিত। এটি সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ ভাল মুহূর্তে সবাই ভালো লাগে, কিন্তু মতান্তর হলে বুঝতে পারা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না।”
এছাড়া, অনন্যাকে সম্প্রতি ‘কল মি বে’ ওয়েব সিরিজ এবং ‘কন্ট্রোল’ ছবিতে দেখা গিয়েছে।
কেকে/এএম